Daily Gazipur Online

দেড় কাঠারও কম জমিতে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠছে বহু তলা ভবন, নীরব রাজউক

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর উত্তরখানের মাজার এলাকায় ১.৫ কাঠার কম আকারের জমিতে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠছে বহু তলা ভবন। এরইমধ্যে ভবনটির ১ তলার কাজ শেষ করেছে মনির গং। তবে ভবনটি নির্মাণকাজে ইমারত বিধি অনুসরণের বালাই নেই। চারপাশেও ছাড়া হয়নি জায়গা। এভাবে নিয়মনীতি না মেনে বহুতল ভবন হওয়ায় তৈরি হচ্ছে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি। সাধারণত ১.৫ কাঠার রাজউকের কোনো প্লান দেওয়া হয় না।
স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, নির্মাণকাজ তদারকির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এর দায়িত্ব থাকলে তারা ঠিকমতো তদারকি করছে না। রাজউকের মাঠ পরিদর্শকরা নামকাওয়াস্তে পরিদর্শন করে। ফলে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তারা শুরু থেকেই কোনো ব্যবস্থা নেয়নি। রাজউকের জোনাল অফিসের গাফিলতির সুযোগ নিয়ে মোঃ মনির গং অবৈধভাবে ভবনটি গড়ে তুলছেন বলে অভিযোগ স্থানীয়দের।
অপর এক প্রতিবেশী সামছউদ্দিন বলেন,আমি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, ‘কোনো ভবনের নির্মাণকাজ শুরু হলে তা রাজউকের মনিটরিং করার কথা।আজ রাজউকের পরিদর্শক এলেও তারা নির্মাণ সংশ্লিষ্টদের হয়ে ফিরে যান। ফলে বিধি না মেনে ভবন নির্মাণ করলেও তারা ভেবে নেন তাদের কিছুই হবে না।নির্মাণ বিধিমালার বাইরে কারও যাওয়ার সুযোগ নেই।
নিয়ম বহির্ভূত ভবন তৈরির বিষয়ে রাজউক কর্মকর্তা মো: আমিন কবির বলেন,আমি ঘটনা স্থানে গিয়ে পরিদর্শন করে এসেছি। খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভবনটির বিরুদ্ধে।