

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর মহানগর টঙ্গী থানায় কেক কেটে ও আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণকে উদযাপন করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় টঙ্গী থানা প্রতিনিধি ও স্বজন সমাবেশ যৌথভাবে গাজীপুর মহানগর টঙ্গী থানা প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রতিষ্ঠার দুই যুগে পদার্পণ উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি সাংবাদিক ওয়ালিদুর রহমান অলির সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া,সাবেক ছাত্রনেতা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম,দৈনিক যুগান্তর গাজীপুর মহানগর প্রতিনিধি যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল কবির আনোয়ার,টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগ নেতা এম এম নাসির উদ্দিন,যুগান্তর টঙ্গী থানা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সুমন,যুগ্মসাধারণ সম্পাদক কাজী রোকেয়া কেয়া,টঙ্গী পূর্ব থানা যুগান্তর প্রতিনিধি লুৎফজ্জামান লিটন, পশ্চিম থানা যুগান্তর প্রতিনিধি জাকির হোসেন,গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক নেতা হুমায়ুন কবির বাপ্পি,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান,টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ রাজু, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নয়ন পাটোয়ারী,যমুনা টেলিভিশন গাজীপুর মহানগর প্রতিনিধি পলাশ প্রধান,মাই টিভি টঙ্গী প্রতিনিধি গোলাম আজাদ,আর টিভি প্রতিনিধি তকিকুল ইসলাম তারেক,সমকাল টঙ্গী প্রতিনিধি আবু সালে মুসা,প্রথম আলো প্রতিনিধি আল আমিন,দৈনিক সংবাদ মোহনার স্টাফ রিপোর্টার তাওহীদুল ইসলাম,সাংবাদিক মনসুর মাসুদ,রফিকুল ইসলাম,আনোয়ার হোসেন,দেওয়ান মাখন,সুজন সারোয়ার,জাহাঙ্গীর আখন,নাছিমা আক্তার রেনু ও নার্গিস আক্তার স্মৃতি প্রমুখ। অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আজ আমাদের অভিভাবক প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বেঁচে নেই; কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে দেশবাসীর মাঝে বেঁচে রয়েছেন। তার মতো একজন সুদক্ষ অভিভাবকের কারণে আজ যুগান্তর সবার কাছে বেচে আছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কাজী মোঃ সেলিম তার বক্তব্যে বলেন যেখানে অন্যায় যেখানে অপরাধ সেখানে কালো কালো বলার কথা কিন্তু আমরা কাল না বলে হলুদ সাংবাদিকতা কেন বলি? তার কারন হলো ১৮৮৩ সালে নিউইয়র্ক ওয়ার্ল্ড নামে একটি সংবাদপত্র কিনেন প্রখ্যাত সাংবাদিক জোসেফ পুলিৎজার,অন্যদিকে উইলিয়াম হার্স্ট ১৮৮২ সালে ‘দ্য জার্নাল’ নামে একটা পত্রিকা কিনে নেন জোসেফ পুলিৎজারের ভাই অ্যালবার্ট পুলিৎজারের কাছ থেকে। কিন্তু পরিবারের সদস্যের পত্রিকা হার্স্টের হাতে চলে যাওয়ার বিষয়টিকে সহজ ভাবে নিতে পারেন নি পুলিৎজার।শুরু হয় হার্স্টের সাথে পুলিৎজারের যুদ্ধ। এদিকে জার্নাল, ওদিকে নিউইয়র্ক ওয়ার্ল্ড – দুটো পত্রিকাতেই ছাপা হতে লাগলো ইয়োলো কিডস বা হলুদ বালক কার্টুন। শুরু হয়ে গেলো পত্রিকার কাটতি নিয়ে দুটো পত্রিকার মধ্যে দ্বন্দ্ব। দুটো পত্রিকাই তাদের হিট বাড়ানোর জন্য ভিত্তিহীন, সত্য, অর্ধসত্য ব্যক্তিগত কেলেংকারিমূলক খবর ছাপা শুরু করলো। এতে দুটো পত্রিকাই তাদের মান হারালো। তৈরী হলো একটি নষ্ট মানসিকাতর পাঠকশ্রেণি, যারা সব সময় চটকদার, ভিত্তিহীন, চাঞ্চল্য সৃষ্টিকারী, অর্ধ-সত্য সংবাদ প্রত্যাশা করতো এবং তা পড়ে তৃপ্তি পেতো।এভাবেই জোসেফ পুলিৎজার ও উইলিয়াম হার্স্ট দু’জনেই হলুদ সাংবাদিকতার দায়ে অভিযুক্ত এবং ইতিহাসে চিহ্নিত হয়ে রইলেন। তখনকার সংবাদপত্রের কার্টুন হলুদ বালকের হাত ধরে আজকের এই হলুদ সাংবাদিকতা। কাজী সেলিম আরও বলেন যেসব সাংবাদিকের মধ্যে সেই হলুদ সাংবাদিকতার ভাব রয়েছে সমাজের কল্যাণে নিজেদের কল্যাণে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। হলুদ সাংবাদিকতা কখনোয় দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না এটা পরিহার করে দেশের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে র্যালি ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
