Daily Gazipur Online

ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই

ডেইলি গাজীপুর প্রতিবেদক: এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের বড় ভাই ধামরাই উপজেলার সূতিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আর নেই। ২৬ জুন বুধবার দিবাগত রাত ৯:০০ ঘটিকায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি…. রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর নিজ বাড়িতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজগ্রামে কবর স্থানে দাফন করা হয়। আগামী বুধবার সূতিপাড়া এফটিসিতে মরহুমের চেহলাম অনুষ্ঠিত হবে। আত্মীয় স্বজন ও শোভাকাঙ্খীদের চেহলামে অংশ গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।