Daily Gazipur Online

ধামরাইয়ে আগামীকাল থেকে প্রি-পেইড মিটার স্থাপন শুরু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়, গ্রাহকের নিজ উদ্যোগে ব্যয় নিয়ন্ত্রণ ও অপচয় রোধে আগামীকাল শনিবার (৩ আগস্ট) থেকে ঢাকার ধামরাইয়ে চালু হতে যাচ্ছে পল্লী বিদ্যূতের প্রি-পেইড মিটার।
ঢাকা-২০ আসনের এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ঢুলিভিটায় পল্লী বিদ্যূতের ধামরাই জোনাল অফিসে আনুষ্ঠানিক ভাবে প্রি-পেইড মিটার স্থাপন উদ্বোধন করবেন। ধামরাই জোনের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাউদ্দিন সহ পল্লী বিদ্যূতের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত থাকবেন বলে জানা যায়। ডিজিএম খালিদ মাসুদ জানান, ধামরাই উপজেলায় প্রায় দেড় লক্ষ ডিজিটাল ও এনালগ মিটার রয়েছে। প্রাথমিক পর্যায়ে ত্রিশ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হবে। পর্যায় ক্রমে সবগুলো মিটারই প্রি-পেইডের আওতায় আসবে।