Daily Gazipur Online

ধামরাইয়ে কয়লার অবৈধ চুল্লিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অবৈধ ইটভাটা, অবৈধ মাটির ব্যবসা ও ভেকু, মালিকদের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের নজর পরেছে অবৈধ ভাবে গাছ পুড়িয়ে কয়লা উৎপাদনের চুল্লির উপর। গতকাল বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন সহ ও অন্যান্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী উপজেলার বালিয়া ইউনিয়নে টেটাইল এলাকায় গড়ে উঠা অবৈধ ভাবে গাছ পুড়িয়ে কয়লা উৎপাদনের কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চুল্লিগুলো গুঁড়িয়ে দেন। জানাযায়, ওই এলাকার নূরুল ইসলাম, ইমরান, কালাম, নাহিদ দীর্ঘদিন ধরে ওই সব চুল্লিতে গাছ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করে আসছিল। উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করে নি¤œমানের বেকারী পন্য উৎপাদনকারী অবৈধ বেকারী গুলোতেও ভ্রাম্যমান আদালতের অভিযান আশা করছে ধামরাইবাসী।