
ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রায় অর্ধসহ¯্র নারী-পুরুষ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ঢাকার ধামরাই উপজেলা থেকে । এদের মধ্যে নারীর সংখ্যা প্রায় অর্ধশত। এতিম, গার্মেন্টস কর্মী, কৃষক, রাজমিস্ত্রি, হকার, ক্ষৌরকার, রিক্সা-ভ্যান-সিএনজি চালক সহ বিভিন্ন ধরণের পেশাজীবীদের সন্তানেরা রয়েছে নির্বাচিতদের এই তালিকায়। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সরকার নির্ধারিত মাত্র ১০৩ টাকা সরকারি ফি দিয়ে নিজ নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ধামরাই উপজেলা থেকে ৪২১ জন প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে নারীর সংখ্যা ৩১ জন। প্রাথমিকভাবে নির্বাচিতদের সম্মানে আজ বুধবার উপজেলার এক অভিজাত কনভেশন হলে ধামরাই থানা পুলিশ এক আড়ম্বও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাঈদুর রহমান (অপরাধ) ঢাকা উত্তর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, এএসপি তাহমিদুল ইসলাম, ওসি অপারেশন মো. মাসুদুর রহমান, ওসি তদন্ত মোস্তফা কামাল প্রমূখ। নবনির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকরা এসময় তাদের অনুভ’তি ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে আগত নির্বাচিত প্রার্থী উপজেলার তালতলার মোস্তাফিজুর রহমান খান, বড় জ্যাঠাইলের আয়শা আক্তার, নরসিংহ পুরের অপু সূত্রধর, নবগ্রামের শিপন মিয়া সহ আরও অনেকে জানান, চাকরির জন্য তাদের কোন ঘুষ বা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় নাই। নিজের মেধা ও যোগ্যতা বলে তারা নির্বাচিত হয়েছেন।
