ধামরাইয়ে “নূর উজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’’চ্যাম্পিয়ান ‘যাদবপুর চিরসবুজ’

0
89
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ নূর উজ্জামান এর স্মরণে ‘‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ নূর উজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’’ এর আয়োজন করে স্বেচ্ছাসেবি সংগঠন ‘আমেনা নূর ফাউন্ডেশন’। ১৬টীমের এই টুর্ণামেন্ট এর ম্যাচগুলো উপজেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপজেলার কুশুরা নবযুগ বিশ^বিদ্যালয় কলেজ মাঠে। খেলাটি অনুষ্ঠিত হয় ‘ধামরাই সোহেল একাদশ’ ও ‘যাদবপুর চির সবুজ সংঘ’ এর মধ্যে। ‘যাদবপুর চির সবুজ সংঘ’ ‘ধামরাই সোহেল একাদশ’ দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। খেলা শুরুর ৮ মিনিটের মাথায় দর্শণীয় গোলটি করেন যাদবপুর চির সবুজ সংঘ দলের খেলোয়াড় কামারা।
খেলা শেষে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও অত্যন্ত দৃষ্টিনন্দন বিশাল ট্রপি দিয়ে বিজয়ী দলকে এবং নগদ ১ লক্ষ টাকা ও দৃষ্টিনন্দন বিশাল ট্রফি দিয়ে রানার্সআপ দলকে পুরষ্কৃত ও সম্মানীত করেন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কো-চেয়ারম্যান, ডালিপাড়ায় শিক্ষাপাড়া প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা সিআইপ আহমদ আল জামান। প্রধান অতিথি ও আয়োজক সিআইপ আহমদ আল জামান জানান, মাদক প্রতিরোধের লক্ষ্যে যুবসমাজ ও দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে আমেনা নূর ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অগণিত ক্রিড়ামোদী দর্শকের ভীড়ে মাঠ এবং আশপাশের বিল্ডিং এর ছাদ-বারান্দাগুলো ছিল টইটুম্বর।
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: ফজলে আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হক, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল হক সুজান, ধামরাই কলেজের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা হাবিব প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দছ হোসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here