Daily Gazipur Online

ধামরাইয়ে বঙ্গবন্ধুর নামে কোরবানী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে ঈদের পরের দিন মঙ্গলবার গরু কোরবানী করেছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দছ হোসেন। পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ছাত্রলীগ নেতা সাবেক ভিপি হাবিবুর রহমান সহ দলীয় অন্যান্য নেতাকর্মীদের সংগে নিয়ে তিনি নিজ হাতে অসহায় দুঃস্থ ও রিক্সা চালকদের মাঝে কোরবানীকৃত পশুর মাংস বিতরণ করেছেন। কোরবানী শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।