Daily Gazipur Online

ধামরাই‌য়ে কৃষকলী‌গের ঈদ পূণর্মীলনী অনু‌ষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাই উপ‌জেলার বা‌লিয়া ইউ‌নিয়‌নের নয়াচর গ্রামে বা‌লিয়া ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান, ধামরাই উপজেলা কৃষকলী‌গের সা‌বেক সভাপ‌তি বর্তমান অাহবায়ক অাহাম্মদ হো‌সেন উপ‌জেলা কৃষকলী‌গের সা‌বেক প্রচার সম্পাদক বর্তমান অাহবায়ক ক‌মি‌টির অন্যতম সদস্য মো: অাব্দুল কুদ্দুস‌ সহ অন্যান্য নেতাকর্মী‌দে সং‌গে নি‌য়ে ঈদ পুনর্মীলণীর অা‌য়োজন ক‌রেন। অাওয়ামীলীগ, কৃষকলীগ ও সকল অঙ্গ সংগঠ‌ণের ইউ‌নিয়ন এবং ওয়ার্ড ক‌মি‌টির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনতা এ পুনর্মীলনী‌তে মি‌লিত হন। অাজ বুধবা‌রের এ অনুষ্ঠ‌ানে বা‌লিয়া ইউ‌নিয়ন অাওয়ামীলী‌গের সহ সভাপ‌তি অা: হা‌লিম, যুগ্ম স‌াধারণ সম্পাদক অা: জলীল, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অাবুল হা‌সেম বকুল মেম্বার, কৃষকলী‌গের সভাপ‌তি মো: অালাউ‌দ্দিন, সাধারণ সম্পাদক বি‌শিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো: শাহজাহান মেম্বার, ওয়ার্ড ক‌মি‌টির সভাপ‌তি হুকুম অালী, অাজগর অালী, দে‌লোয়ার হো‌সেন ধলু, জিয়াউর রহমান, অাবুল বেপারী, অা: বা‌রেক প্রমূখ। সা‌র্বিক ব্যবস্থাপনায় ছি‌লেন যুবলী‌গ নেতা সদস্য ই‌ঞ্জি: রা‌শেদ অাহমেদ রাজীব।