ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে ধামরাই থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সোমবারের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি দীপক চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, মেয়র গোলাম কবির, এসি (ল্যান্ড) মো. নাহিদ হাসান, ওসি অপারেশন মাসুদুর রহমান প্রমূখ। জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ‘গৌরবময় স্বাধীনতা’ নামের গ্রন্থটি এমপি বেনজীর আহমদের হাতে তুলে দেয়া হয়। ধামরাই বাসীকে সর্বোচ্চ পুলিশি সেবা দানের নিশ্চয়তা ব্যক্ত করেন ওসি দীপক চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আয়ুব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সূয়াপুর ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোহরাব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সূজন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।