Daily Gazipur Online

নওগাঁর সাপাহারে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাতখেলা অনুষ্ঠিত

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: আনন্দমুখর পরিবেশে, ব্যাপক হই-হুল্লুড়ের মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে গ্রাম বাংলার সু-পরিচিত ঐতিহ্যবাহী “হাত খেলা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে উপজেলার বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘বিশ^হরি মনসা দেবী’র পূজা উপলক্ষ্যে বাবুপুর পূজা কমিটির আয়োজনে এ ঐতিহাসিক খেলা অনুষ্ঠিত হয়।
পূজা কমিটির সাধারণ সম্পাদক মহিন্দ্র টপ্য জানান, বৃটিশ আমলের জমিদার রজনীকান্ত কুন্ডুর আমলে সর্বপ্রথম এ অঞ্চলের “বিশহরী পাহাড়ে’ মনসাদেবীর পূজা শুরু হয় আর এরই ধারাবাহিকতায় এলাকায় এই হাত খেলার প্রচলন শুরু হয়। পরবর্তী সময়ে এটি একটি ঐতিহ্যবাহী খেলা হিসেবে এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে প্রতিবছর বাবুপুর পূজা কমিটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
পূজা কমিটির সভাপতি খোকা এক্কার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই হাত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি, সাংবাদিক হাফিজুল হক, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পূজা কমিটির সাধারণ সম্পাক মহিন্দ্র টপ্য, পরিমল ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,এলাকার স্ব-নাম ধন্য মন্তরী সহ দুর-দুরান্ত থেকে আগত অসংখ্য দর্শনার্থী।