নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে : কাউন্সিলর নাসির উদ্দিন

0
209
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩নং ওযার্ড কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন বলেন, আমাদের নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তারাই একদিন বাংলাদেশকে বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জাতিরজনকের সুযোগ্য কণ্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচেছন। বাংলাদেশ সারা বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচেছ- আগামী দিনগুলোতে আরও একধাপ এগিয়ে যাবে।এটা আমার প্রত্যাশা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড চন্ডালভোগ ফ্যান্টাসী আইল্যান্ড এর সামনে ডিয়াবাডি ইউনিটি ক্লাব এর শুভ উদ্ধোধন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“শিক্ষা শান্তি, ঐক্য প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ডিয়াবাডি ইউনিটি ক্লাব এর নব নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির আনুষ্ঠানিকতা কার্যক্রম শুভ উদ্বোধনীর মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।
প্রফেসর মোঃ শাহআলম অ্যাম্বাসেডর ফর পিস ইউ. পি. এফ. সিওল, কোরিয়া, ফাইন্ডার ট্রাস্টি এন্ড ট্রেজারার বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি উপস্থিত থেকে ডিয়াবাডি ইউনিটি ক্লাবের শুভ উদ্বোধন করেন ।
ডিয়াবাডি ইউনিটি ক্লাবের সভাপতি মোঃ সৈকত রায়হানের সভাপতিত্বে, তুরাগ থানা আওয়ামী- যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন নাসিমের সার্বিক দিকনির্দেশনায় ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদ হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জিযয়াউল হক জামাল, তুরাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন সাহেব, তুরাগ থানা আওয়ামী- যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিয়াবাডি ইউনিটি ক্লাবের উপদেষ্টা হাজী সিরাজুল ইসলাম ওমর, মনসুর আলী, হাজী রফিকুল ইসলাম, হাজী শফিকুল ইসলাম স্বপন, তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলেমান ওসমান, ৫৪নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ হারুন অর রশিদ, ৫৩নং ওযার্ড যুবলীগ নেতা মাসুদ রানা জালাল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র। জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে হলে তরুণদের কোন বিকল্প নেই। দেশগড়ার কারিগর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। মাদকের হাত থেকে আমাদের দেশের আপামর যুবসমাজ ও শিক্ষার্থীদেরকে রক্ষা করতে হবে। মাদক ব্যবসায়ীদেরকে কোন ছাড় দেয়া হবে।
সমাজ থেকে মাদক নির্মূল, শিশুদের স্কুল মুখী করা, অসহায়দের সাহায্য করা সহ বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে সদ্য এস এস সি পাস, ইন্টার ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের প্রায় শতাধিক শিক্ষার্থী মিলে এলাকার মুরুব্বীদের সূ-পরামর্শক্রমে এ ডিয়াবাডি ইউনিটি ক্লাবটি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন । এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here