Daily Gazipur Online

নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিকেএসপি পরিদর্শন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল প্রথমবারের মত সোমবার বিকেএসপি পরিদর্শনে আসেন। প্রতিষ্ঠানের মহাপরিচালক নবাগত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিকেএসপি সম্পর্কে ব্রিফ করনে। তিনি বিকেএসপি’র ১০ তলা ফাউন্ডেশনের ছাত্রী হোস্টলেরে (৫ তলা পর্যন্ত সমাপ্ত) উদ্বোধন করেন । এর পূর্বে তিনি বিকেএসপির প্রমীলা কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিকেএসপি পরিচালিত ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ পরিদর্শন করন। তিনি বিকেএসপি’র সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইস্তেহারে যুব সমাজ ও ক্রীড়াকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই ক্রীড়ার উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। বিকেএসপিকে সেন্টার অব এ্যাক্সিলেন্সে রূপান্তর করা হবে।
সন্ধ্যায় মন্ত্রীর সৌজন্যে বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি জাকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ সময় প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান সহ বিকেএসপির উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন ।