Daily Gazipur Online

নবীনগরে আইসিটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান

আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ও বাংলাদেশ শিক্ষাতথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এর উদ্যোগে উপজেলা বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষকের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা মহাবিদ্যালয়ের প্রভাষক তপন কুমার সূত্রধর ও কাইতলা আলিম উদ্দিন জোবেদা কলেজের প্রভাষক জাহিদুল হক।