ডেইলি গাজীপুর প্রতিবেদক :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ দিন আগে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীর লাশ পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হয়েছে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের আবুল হাসনাতের মেয়ে এবং নবীনগর সরকারী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।
জানা যায়, গত বৃহষ্পতিবার ভোর রাতে ফারজানা আক্তার জুঁই (১৮) দাদির সাথে তাহাজ্জুদ নামাজ আদাল করার জন্য বাড়ির পুকুরে ওযু করতে গিয়ে নিখোঁজ হন।গত (১৮/০৯/২৫)পরশু রাতে নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় বহু খুঁজেও তার লাস পাওয়া যায়নি।ঘটনার দুই দিন পর আজ (২০/০৯/২৫) বাড়ি পাশে পুকুরে ভেসে উঠে সেই যুবতির লাশ। স্থানীয় এক ব্যক্তি সকালে সেই পরিত্যক্ত পুকুরে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এই বিষয়ে স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে। এটি নিয়েও চলছে গুঞ্জন।
নবীনগরে নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
