Daily Gazipur Online

নবীনগরে পরকিয়া প্রধান শিক্ষক ও শিক্ষিকা আটক

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর জয়দুরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ ও সাতমোড়া দাখিল মাদ্রাসার সহকরি শিক্ষিকা রুবিনা আক্তারকে এলাকাবাসি আটক করে পুলিশে সোর্পদ করে। আজ শনিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, ওই দুই শিক্ষকার মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া চলে আসছে। গত শুক্রবার শাহপুর বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এলাকাবাসি ওই দুইজন শিক্ষককে আটক করে। তবে বিষয়টি ষড়যন্ত্র দাবী করে ওই প্রধান শিক্ষক বলেন, একটি জরুরী কাজে ওই শিক্ষিকা আমার বাসায় এসেছিলেন। কতিপয় লোকজন জোরপূর্বক আমাদের আটক করে পুলিশে দেয়। এ ব্যপারে অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, এলাকাবাসি তাদের সন্দেহাতীত ভাবে আটক করে। তাদের ৫৪ ধারায় হাজতে পাঠনো হয়েছে, তদন্ত অব্যাহত আছে।