Daily Gazipur Online

নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হচ্ছে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে নুসাইবা(৬) ও আনোয়ার হোসেনের মেয়ে রোজামনি(৫)। এরা দুইজন আপন চাচাতো বোন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মাঝিকাড়া গ্রামে শোকার ছায়া নেমে আসে।
এলাকাবাসীর জানায়, রোজামনি ও নুসাইবা দুই চাচাতো বোন গতকাল রবিবার দুপুরে বাড়ির প্বার্শের সরকারি কলেজের পুকুরে গোছল করতে যায়। গোছল করতে গিয়ে রোজামনি পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে নুসাইবাও পানিতে ডুবে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসাপাতালের নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আমিনুর রশিদ বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।