Daily Gazipur Online

নবীনগরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(৩০জানুয়ারি) প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সেমিনার হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি। ঢাকা বিভাগীয় কশিনার মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, প্রাঃশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খানম, অতিরিক্ষ জেলা ম্যাজিষ্ট্রেট মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল ছিদ্দিক। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বুলবুল।শিক্ষার মান উন্নয়নে বাধাঁ,অবকাঠামো উন্নয়ন,বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধান এর উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আমিনুর রশিদ,অ্যাডভোকেট সুজিত কুমার দেব,অধ্যক্ষ মোঃ ইউনুছ,মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ প্রধান শিক্ষক নাজনিন আক্তার প্রমূখ।