হলধর দাস,নরসিংদী থেকে : করোনাভাইরাসের কারণে সারাদেশের ন্যায় নরসিংদীতেও ধান কাটার মৌসুমে শ্রমিক না পাওয়া কৃষকদের ধানের মাঠে সামিল হয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নরসিংদীর সংঘবদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামে (নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাশে) মাঠ থেকে ধান কেটে পৌছে দিচ্ছে কৃষকের বাড়ি বাড়ি।
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতির উদ্যোগে করোনাভাইরাসের কারণে শ্রমিকের অভাবে নরসিংদীতে বিপাকে পড়া এসকল অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগ।
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু সাংবাদিকদের বলেন,করোনা ভাইরাসের কারণে কৃষকগণ লোকবলের অভাবে বিপাকে পড়ে হতাশায় ভোগছিলেন কীভাবে ধান কাটা যায়। গ্রামের এসব অসহায় কৃষকের মুখে হাসি ফুটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলার সকল ছাত্রলীগ নেতা-কর্মীরা পাশে দাড়িয়েছেন।
নরসিংদী সদর উপজেলা কৃর্ষি কর্মকর্তা আব্দুল হাই সাংবাদিকদের জানান, এবছর নরসিংদী জেলায় ৫৫হাজার ৩ শত ১১ হেক্টর জমিতে বুরো ধান চাষাবাদ করা হয়েছে। জমিতে বাম্পার ফলন হবে আমরা আশা করছি।
করোনার কারণে নরসিংদী জেলার বিভিন্ন মিল কারখানা বন্ধ থাকায় আশা করছি নরসিংদীর ধান কাটার শ্রমিকের অভাব হবে না। তাছাড়া নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে ৮টি কম্বাইন্ড হারভেস্টার ৬টি উপজেলায় বিতরণ করা হয়েছে। যাতে করে ধান কেটে এবং মারাই করে কৃষকরা সহজেই ধান বাড়ী নিয়ে যেতে পারেন।