নরসিংদীতে বিএনপির মহাসচিবের আগমন:জেলা বিএনপি জানেননা

0
280
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : আবদুল মোমেন খান স্মৃতি সংসদ নরসিংদীর আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নরসিংদীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রয়াত মোমেন খানের ছেলে বিশিষ্ট শিক্ষাবিদ ও নরসিংদী-২ পলাশ আসনের সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুুল মঈন খান এতে সভাপতিত্ব করার কথা উল্লেখ রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী সভার সাবেক খাদ্য মন্ত্রী ও কেবিনেট সচিব বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক আধুনিক নরসিংদীর রূপকার মরহুম আবদুল মোমেন খানের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নরসিংদীর সিএন্ডবি রোডস্থ বধুয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আবদুল মোমেন খান স্মৃতি সংসদের আহবায়ক মো: বাবুল সরকার ও সদস্য সচিব মো: সারোয়ার হোসেন মৃধার নামে আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। কিন্তু নরসিংদী জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও সাবেক এমপি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এ ব্যাপারে কিছুই জানেনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহা-সচিব। নরসিংদীতে ওনার আগমন, আমরা কিছুই জানতে পারলাম না। এটা কিসের আলামত। তিনি এব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, নরসিংদী জেলা বিএনপির কোনো নেতাই এব্যাপারে অবগত নয়। নরসিংদী জেলা পুলিশের সাথে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে পুলিশ কিছুই জানেনা এবং পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here