Daily Gazipur Online

নরসিংদীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

হলধর দাস,নরসিংদী থেকে : “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে “বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার”। নরসিংদী আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খাদিজাতুল কোবরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ও সেমিনারে কি নোট পেপার উপস্থাপন করেন নরসিংদী পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল-এ-মিল্লাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব,সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ এ কে এম শাজাহান। প্রতিযোগিতায় ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল, দ্বিতীয় স্থান অধিকার করে মাধবদী গার্লস্্ স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়।