Daily Gazipur Online

নরসিংদীতে শিক্ষক সমিতির প্রতিকী অনশন

নরসিংদী থেকে হলধর দাসঃ সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্নাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান সহ ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল’ এবং ‘মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’ এর দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক প্রতিকী অনশন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা।জেলা শিক্ষক সমিতির সহসভাপতি আলতাফ হোসেন নাজিরের সভাপতিত্বে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ প্রতিকী অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা হারুনুর রশিদ, জেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলধর দাস, জেলা শাখার অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, শিক্ষক নেতা ইঞ্জি. মোখলেছুর রহমান,পুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক,শিক্ষক নেতা মিঠুন সাহা,দীপক কুমার দাস প্রমুখ।
নরসিংদী সদর শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত অনশন কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ আহŸায়ক এড. মোবারক হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও আব্দুর রহমান ভূঞা, জেলা সুজন সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সাংবাদিক প্রীতি রঞ্জন সাহা প্রমুখ।
বিকেলে অনশনের প্রতি সংহতি প্রকাশ করে অনশনকারী শিক্ষকদের শরবত প্রাণ করিয়ে অনশন ভঙ্গ করান নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।