নরসিংদীতে সার্বক্ষণিক আতঙ্কে দিন কাটাচ্ছেন সরকারি কলেজের শিক্ষকরা

0
273
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড: আনায়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার দীঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সমর্থ না হওয়ায় শিক্ষকগণ আতংকের মধ্য দিয়ে দিন যাপন করছেন। আতংকের মধ্যে দিন অতিক্রান্ত করছে কলেজের প্রায় পঁচিশ হাজার ছাত্র-ছাত্রী। এ ব্যাপারে ৩ মার্চ রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষকগণ এমন অভিমত ব্যক্ত করেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলেজের শিক্ষকরা দীর্ঘ ৩ দিন সাধারণ ধর্মঘট, প্রতীকী অবস্থান,বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সারা বাংলাদেশের সরকারি কলেজগুলোতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ স্থানীয় বিভিন্ন ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ মিছিল করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ শিক্ষক পরিষদের ।
সংবাদ সম্মেলনে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর হাবিব উল আলম এবং শিক্ষকবৃন্দ জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের তৎপরতাও দৃশ্যমান হচ্ছে না। যার ফলে, শিক্ষকরা তাদের জান মাল ও ইজ্জতের নিরাপত্তা হারিয়ে সার্বক্ষণিক উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। সার্বক্ষণিক আতঙ্ক তাদেরকে ধাবিত করছে। শিক্ষকগণ কলেজে আসতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। শিক্ষকগণ পাঠদানে মনোনিবেশ করতে পারছে না। কলেজ এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। কী হয় কী না হয় ভাবের মধ্যে শিক্ষকরা কলেজে আসতে যেতে বাধ্য হচ্ছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য প্রদানকালে হাবিবুল আলম বলেন, গত ২৩ ফেব্রুয়ারি নিজ অফিস কক্ষে দাপ্তরিক কাজ করাকালে ৫/৬ জন সন্ত্রাসী মুখোশ পরে প্রিন্সিপালের কক্ষে ঢুকে তাঁর উপর হামলা চালায় এবং তাঁর ওপর বালতি ভর্তি মলমূত্র নিক্ষেপ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল ড. আনোয়ারুল ইসলাম নিজে বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কলেজের সিসি ক্যামেরা থেকে সন্ত্রাসীদের সংগ্রহ করে। তারা তাৎক্ষণিকভাবে অন্তত: দু’জন সন্ত্রাসীকে চিনতে সক্ষম হয়। এই ঘটনার প্রতিবাদে কলেজ শিক্ষক পরিষদ এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতি স্থানীয়ভাবে এবং সারা বাংলাদেশের সরকারি কলেজগুলোতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিছিল বিভিন্ন কর্মসূচি পালন করে। নরসিংদী সরকারি কলেজে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজ অঙ্গনে মিছিল করে মিছিল করে স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরাও। কিন্তু ঘটনার পর দীর্ঘ ৮ দিন অতিক্রান্ত হলেও পুলিশ এ পর্যন্ত একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। এই অবস্থা কলেজের শিক্ষার পরিবেশে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে। প্রিন্সিপালের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং কলেজের ছাত্র-শিক্ষকদের নিরাপত্তার দাবি জানিয়েছে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আমির হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ আতাউর রহমান, অধ্যাপক সাখাওয়াত হোসেন, অধ্যাপক আব্দুল হালিম ভূইয়া সহযোগী অধ্যাপক এম এ মোমেন। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। বক্তাগণ আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সকল কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া আগামী ১০, ১১ ও ১২ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ঘটনার সাথে সম্পৃক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামকে অবহিত করেছেন। এ কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাবিব-উল-আলম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here