নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির সাবেক অধ্যক্ষ বেতার শিল্পী প্রমোদ রঞ্জন দাস আর নেই

0
416
728×90 Banner

হলধর দাস নরসিংদী,প্রতিনিধি: নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,নরসিংদীর বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী,বাংলাদেশ বেতার শিল্পী প্রমোদ রঞ্জন দাস(৮৭) আর নেই। তিনি ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় নরসিংদী পৌর এলাকার বৌয়াকুড়স্থ তাঁর নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন(শ্রীহরি সহায়)। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র,আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন ও নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা চলাকালীন তাঁর মৃত্যু সংবাদ শুনে নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন গভীর শোক প্রকাশ করে প্রয়াত প্রমোদ রঞ্জন দাস এর আত্মার শান্তি কামনায় এবং বুধবার ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন। শোক প্রকাশে শরীক হন মিলানায়তন পরিপূর্ণ দর্শক শ্রোতা সহ আগত অতিথিবৃন্দ। প্রয়াত এই গুণী শিল্পীকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে ছুটে যান গুণগ্রাহী ও বক্তবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোছাঃ সাহেলা খাতুন ও একাডেমির প্রশিক্ষকবৃন্দ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এই প্রয়াত শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,শিক্ষক নেতা ঢাকা বিশ^ বিদ্যালয় সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে সদস্য হলধর দাস, নরসিংদীর সাহিত্য অঙ্গনের বিশিষ্ট উপস্থাপক মোতাহার হোসেন অনিক সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ তাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাস ভবনে ছুটে যান। তারা প্রয়াত প্রমোদ রঞ্জন দাসের আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ২২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় নরসিংদী মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here