নরসিংদী পুলিশ কর্তৃক আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

0
10
728×90 Banner

হলধর দাস, নরসিংদী থেকে : নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। পুলিশ রোববার(২৬মার্চ) দিবাগত রাতে শিবপুর উপজেলার মুন্সেফেরচর-চরসিন্দুর সড়কের কাঠালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- শিবপুর উপজেলার খড়কমারা এলাকার মোঃ অহিদুল্লাহ ভূঁইয়া (২৫), উত্তর সাধারচর এলাকার মোঃ মাসুদ মিয়া (৩৩), বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়ার বিল্লাল হোসেন (৪৮), নেত্রকোনা জেলার কলমাকান্দার সিংপুর এলাকার হোসেন আলী (৫১) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কাইনালী ভিটার এছাক মিয়া (৬০)। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩ থেকে ১৬টি পর্যন্ত চুরি-ডাকাতির মামলা আদালতে বিচারাধীন।
এসময় তাদের দখলে থাকা ১টি একনালা বন্দুক, ১টি ওয়ান সুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি কাটার, ২টি লোহার পাইপ, ১টি লোহার তৈরি বিশেষ অস্ত্র ও ১টি পিকআপভ্যান উদ্ধার করা হয়।
সোমবার বিকালে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, গত বৃহস্পতিবার ভোর রাতে শিবপুরের কুমরাদী এলাকার দুই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। নির্দেশনার পর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে জড়িতদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দা শাখার একটি দল।
এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতি করার প্রস্তুতিকালে শিবপুরের কাঠালতলা মোড় এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে দুই বাড়ি হতে ৫টি গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। চুরি করা গরুগুলো পিকআপে করে নারায়ণগঞ্জের বন্দর থানার হোসেন আলী ও এছাক মিয়ার নিকট বিক্রি করে বলে জানায় তারা। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা নরসিংদী জেলাসহ বিভিন্ন অঞ্চলে গরু চুরি করে বিভিন্ন গরুর হাটে নিয়ে বিক্রি করে থাকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here