নরসিংদী বাল্যবন্ধু এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

0
183
728×90 Banner

হলধর দাস নরসিংদী : নরসিংদী বাল্যবন্ধু এসোসিয়েশনের তৃতীয় বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মে শুক্রবার শ্রমকল্যান কেন্দ্র মিলনায়তন, সাটিরপাড়ায় সম্পন্ন হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাফিরুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ ফারুক সরকার,বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ আলআমীন খাঁন,মোঃ কামাাল হোসেন,ও মো: রুস্তম আলী। এসোসিয়েশনের সভাপতি ডাঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ.এম. ইকবাল পাঠান এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে ড. মশিউর রহমান মৃধা বলেন, বাল্যবন্ধু এসোসিয়েশনের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি এবং এমন একদিন আসবে যে এই সংগঠনের কার্যক্রম আর অবদানের মাধ্যমে দেশের মানুষ নরসিংদীকে নতুন করে চিনবে জানবে। তিনি আরও বলেন , আমি আমার মেধা ও দক্ষতা দিয়ে কাদির মোল্লা সিটি কলেজের মাধ্যমে নরসিংদীকে সারাদেশের কাছে নতুন পরিচয়ে চেনাতে সক্ষম হয়েছিলাম । এখন নতুন প্রতিষ্ঠান ইন্ডিপেনডেন্ট কলেজে যোগদান করেছি। এর দুইটি শাখা । একটি সাহেপ্রতাবে এবং অন্যটি ব্রাহ্মন্দি সরকারি স্কুলের পাশে। আপনারা আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা শিক্ষার্থী পাঠিয়ে। আশাকরি নতুন করে কিছু করতে পারবো আপনাদের সহযোগিতা পেলে। পরে দোয়া অনুষ্ঠান ও ইফতার পরিবেশন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here