
হলধর দাস,নরসিংদী প্রতিনিধি: ঐতিহ্যবাহী সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের আমরা ’৯২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে আত্ম-মানবতার সেবায় অসহায়, গরীব, দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কার্যালয়ের প্রাঙ্গনে নিজেদের অর্থায়নে প্রায় দুই শত অসহায় নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ’৯২ ব্যাচের সভাপতি ডা. এ কিউ এম মবিন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক চিত্ত রঞ্জন সেন গুপ্ত, আব্দুস সামাদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শতাধিক মানসম্মত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ প্রাক্কালে সমাজের অসহায় মানুষদের মঙ্গলার্থে সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন ডা. মাহমুদ কবির বাশার কমল,বশীর হোসেন ভূঞা, প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঞা, তপন কুমার আচার্য্য, মিঠু রঞ্জন ধর,সুলতান মাহমুদ, কৃষ্ণধন সাহা,খন্দকার রিয়াজুল হাসান,বিশ^জিত সাহা,সুজিত গোস্বামী,মোমেন মোল্লা,ফররুখ আহমেদ প্রমুখ।
