নরসিংদী হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
72
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদী হানাদারমুক্ত দিবস উপলক্ষে সোমবার(১২ডিসেম্বর)জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় নরসিংদী সার্কিট হাউজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্বে ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। র‌্যালীতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
পরে শিল্পকলা একাডেমীতে নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ৭১’র সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here