এস,এম,মনির হোসেন জীবন : আপনার তথ্য থানায় জমা দিন, পুলিশকে সহায়তা করুন, নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন। সন্ত্রাস, উগ্রবাদ এবং অপরাধের হুমকি থেকে এই মহানগরীর মানুষকে সুরক্ষিত রাখুন’ এসব স্নোগানকে সামনে রেখে আজ রোববার থেকে ঢাকা মহানগরে বসবাসরত নগরবাসীর তথ্য সংগ্রহের জন্য নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।
আজ রোববার (১৬ জুন) ২০১৯ দুপুরে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ উপলক্ষে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানা পুলিশ এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বেলুন উড়িয়ে র্যালীটি শুভ উদ্বোধন করেন। ডিএমপি উত্তরা পশ্চিম থানার ফটক থেকে র্যালীটি বের হয়ে ১১ নং সেক্টর চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময়ে পথচারীদের মাঝে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ এর লিফলেট বিতরণ করা হয়।
র্যালীতে ডিএনসিসি স্থানীয় কাউন্সিল শরীফুর আলম, চলচ্চিত্র অভিনেতা নায়ক আমিন খান,উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কামারুজ্জামান, উত্তরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ইমাম সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের বাড়ীওয়ালা ও ভাড়াটিয়া স্বতঃফূর্তভাবে অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ চলবে ১৫ জুন থেকে ২১ জুন ২০১৯ পর্যন্ত।