Daily Gazipur Online

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধে ছোট ভাই আব্দুল মালেকের (৫০) হাতে বড় ভাই আব্দুল খালেক (৫৫) খুন হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে পারিবারিক বিরোধের এই ঘটনায় বড় ভাই আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরে খালেক মারা যান। নিহত খালেক পুরুলিয়া গ্রামের মৃত রওশনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়িতে একটি টয়েলেট নির্মাণ নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ বাধে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ নিয়ে ঝগড়া বাধে। ছোট ভাই আব্দুল মালেক হাঁসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে আঘাত করে। আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করা যায়নি।