Daily Gazipur Online

নাদিমের ঘাতকদের ফাঁসি দাবি অনলাইন প্রেস ইউনিটির

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সংবাদযোদ্ধা গোলাম রাব্বানী নাদিমের সকল ঘাতকের ফাঁসি দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। সংগঠনের প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, এম লোকমান হোসাঈন ও ভারপ্রাপ্ত মহাসচিব চন্দন সেন পলাশ এক বিবৃতিতে বলেন, আমরা শামছুর রহমান, হুমায়ুন কবির বালু, মোজাক্কির, সাগর-রুণীসহ অর্ধশত সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডর বিচার আজও পাইনি, অতিতের সকল সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি গোলাম রাববানী নাদিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়ন চাই। তা না হলে সারাদেশে ‘সংবাদ বিরতী’ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমে কর্ম বিরতী পালনের ডাক দেবো।
অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে ১৭ জুন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত সংশোধন করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সুযোগ বন্ধ করারও দাবি জানায়।