নানা অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ডুবতে বসেছে মিরকাদিম পৌরসভা

0
226
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নানা অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ডুবতে বসেছে মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভা । উন্নয়নের নামে বিরাজ করছে এক অরাজক পরিস্থিতি। পৌরসভার মেয়র উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিনা টেন্ডারে পৌরসভার উন্নয়নের নামে অর্থ ব্যয় দেখানো হচ্ছে। ডিজিটাল যুগে পৌরসভার ওয়েবসাইট না থাকায় সাধারণ জনগণ নানা ভাবে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আজ বুধবার দুপুরে রাজধানী পল্টনে মিরকাদিম উন্নয়ন পরিষদের উদ্যোগে ঢাকায় বসবাসরত মিরকাদিম পৌর এলাকার পেশাজীবী ও সমাজবেকদের সাথে সংগঠনের সভাপতি ও মুন্সিগঞ্জ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মনছুর আহামেদ কালাম এইসব কথা বলেন।
মতবিনিয় সভায় মিরকাদিম পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আবদুল জলিল মাদবর, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার , আওয়ামী লীগ নেতা , নূরুল ইসলাম,আওলাদ হোসেন, জিল্লুর রহমান ও পেশাজীবী নেতা মো রনি মিরকাদিম পৌরসভার নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় কয়েকজন ক্ষতিগ্রস্ত অত্যাচার ও নির্যাতনের বর্ণণা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
মনছুর আহামেদ কালাম এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে পেশাজীবী ও সচেতন নাগরিকদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আরো সোচ্চার হওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, ধলেশ্বরী নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী কমলাঘাট বাণিজ্য বন্দরের সন্নিকটে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত আমাদের মুন্সীগ জেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভা। ১০ দশমিক ৩২ বর্গ কিমি আয়তন বিশিষ্ট মিরকাদিম পৌরসভাকে ২০১৩ সালের ১০ মার্চ “খ” শ্রেণী থেকে “ক” শ্রেণীতে উন্নীত করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার অধীন ৯টি ওয়ার্ড সংখ্যা নিয়ে গঠিত ৬০ হাজার জনসংখ্যা অধ্যুষিত এই পৌরসভার সাধারণ নাগরকি এর কোন সফুল ভোগ করতে পারছে না। বর্তমান মেয়র সব ধরনের নিয়মনীতি ভঙ্গ করে নানা অনিয়ম করছে। নির্বাচিত কাউন্সিলরদের সভায় না আসার জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। কাউন্সিলারদের ভাতা বন্ধ করে দিয়ে তারা যেন পৌরসভা এলাকায় না আসে তার জন্য বিশেষ লোক দিয়ে ভয়ভীতি দেখানো হয়। ইতেমাধ্যে কয়েকজন কাউন্সিলরকে মারধর করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। কয়েকজনের ভাতা বন্ধ করে দিয়েছে। বর্তমানে মেয়র তার মতের বিরোধী কাউন্সিলারা যাতে নির্বাচন করতে না পারে তার জন্য নানা হয়রানিমূলক ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষকে তার বিশেষ টর্চার ষেলে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করছে। হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখল করা ছাড়াও এলাকার সরকারি খাস জমি এমনকি খাল দখল করে বিশাল ভূসম্পত্তির মালিক হচ্ছে। বর্তমান মেয়রের নানা ছিলেন একজন স্বাধীনতা বিরোধী শক্তি। আগে তিনি ছিলেন ছাত্রদল ও বিএনপির ক্যাডার। আওয়ামী লীগে যোগদান করেই তিনি নানা কৌশলে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন। ঐতিহ্যবাহী এ পৌরসভা গঠিত হওয়ার পর থেকে গত ১০ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এ পৌরসভা গঠিত হয়েছিল তা সুফল সাধারণ জনগন পায়নি। একটি মহল এই এলাকার নাগরিকদের সুবিধা থেকে বঞ্চিত করতে অত্যন্ত সুকৌশলে সরকার বিরোধী মহল কৌশলে আওয়ামীলীগের অনুপ্রবেশ করে দলীয় মনোনয়ন নেয়। আজ পর্যন্ত এ পৌরসভার কোনও ওয়েব সাইট চালু হয়নি। ডিজিটাল যুগে পৌরসভার ওয়েব সাইট না থাকায় সাধারণ জনগন তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রাস্তা, ড্রেন, কালভার্ট ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য সরকারি অনুদান ও স্থানীয় অর্থ বরাদ্দের ক্ষেত্রে নানা অনিয়ম ও অনৈতিক ঘটনা ঘটছে। গত কয়েক বৎসর এই পৌরসভার নিয়ম মাফিক উন্নয়ন কাজে কোনো টেন্ডার বা দরপত্র আহ্বান করা হয়নি। সরকারের কাছ থেকে বরাদ্দকৃত অনুদানের অর্থ উন্নয়ন কাজে ব্যয় না করে নানাভাবে অপব্যয় ও অনৈতিক ভাবে ব্যয় করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here