Daily Gazipur Online

‘নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে’—ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অর্থনীতি ইউনিট এর উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়ে ধামরাইয়ে প্রথম ‘’Health Sector Response to Gender Based Violence (GBV)’’  (‘‘হেল্থ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইসড ভাইওলেন্স’’) শীর্ষক এ্যাডভোকেসি ওয়ার্কশপের আয়োজন করা হয়। জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, প্রশাসন, পুলিশ, শিক্ষক, সাংবাদিক, এনজিও, হিজড়া সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতিতে সোমবারধামরাই উপজেলা হেল্থ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ ওয়ার্কশপে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: ফরিদ হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ। প্রোগ্রাম ম্যানেজার মো: সাইদুর রহমানের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বলেন, আমাদের সমাজের নারীরা বঞ্চিত, শোষিত ও নির্যাতীত। যে কোন দুর্যোগ, যুদ্ধ বিগ্রহ কিংবা প্রতিকূল পরিবেশেও নারীসমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়। নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধুমাত্র নারীরা যৌন সহিংসতার শিকার হচ্ছে তা নয়। নারীদের পাশাপাশি শিশু, পুরুষ এমন কি হিজরারাও যৌন সহিংসতার শিকার হচ্ছে। ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ধর্ষিতা স্বাস্থ্য সেবা নিতে এলে তাকে জেলায় রেফার না করে উপজেলা থেকেই সেবা দান করতে হবে। নির্যাতিতদের বিচার প্রাপ্তিতে ডাক্তারদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নির্যাতিতা/নির্যাতিতদের জন্য ডাক্তারী বিশেষ সনদের প্রয়োজন নেই। ডাক্তার কর্তৃক পূরণকৃত ফরমই সনদ হিসেবে বিবেচিত হবে। ডাক্তারদের কাছে সমাজের প্রত্যাশা অনেক বেশি। মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে আছি। ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য না দিয়ে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। ডাক্তারদের উন্নয়নের জন্য গবেষণা চলমান আছে বলেও জানান তিনি। সহিংসতা প্রতিরোধে তিনি বিভিন্ন সেক্টরের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার বিপিএটিসি এর এমডিএস (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান, ঢাকার সিভিল সার্জন ডা: আবু হোসেন মইনূল আহসান, ওজিএসবি প্রেসিডেন্ট ডা: ফারহানা দেওয়ান। মেয়র গোলাম কবির, ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী, ডিইউএইচএফপিও ডা: নূর রিফফাত আরা, ওসি আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউটের ন্যাশনাল ডেপুটি কমিশনার মাঈনুদ্দিন মিয়া, সাংবাদিক মিজানুর রহমান।