Daily Gazipur Online

নেপালতলীতে দূর্গাপূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন যুবলীগনেতা

বগুড়া প্রতিনিধিঃ গত বুধবার বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন এর বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করলেন জেলা যুবলীগ এর নেতা বিশিষ্ট ঠিকাদার নুরেজ্জামান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল হক জিন্না, সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুল বাঁকী, যুবলীগ নেতা সামিউল ইসলাম, খায়রুল ইসলাম সাগর, রিমন আহম্মেদ, সাব্বির হোসেন , রেজাওয়ান আহম্মেদ, তারাজুল ইসলাম, ধনঞ্জয় মন্দির কমিটি মধ্যে দুলাল চন্দ্র, শ্যামল চন্দ্র, বিদু চন্দ্র এবং নিশ্চিতপুর সার্বজনিন দূর্গামন্দির কমিটি মধ্যে রাজ কুমার, রঘু নাথ ও লিটন সরকার প্রমূখ। এরপূর্বে জেলা যুবলীগ নেতা নূরেজ্জামান সিদ্দিকী নেপালতলী ইউনিয়ন এর বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে নগদ অর্থ প্রদান ও শারদীয় দূর্গাউৎসব এর শুভেচ্ছা বিনিময় করেন।