Daily Gazipur Online

নড়াইলের ঈদ মার্কেটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় পুলিশের টহল

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলের প্রধান প্রাণকেন্দ্র প্রতিটি হাটবাজার ও মার্কেট গুলোতে থাকবে উপচে পড়া ভীড়। সেজন্যে পুলিশ রয়েছে নিরাপত্তার জন্য কঠোর অবস্থানে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এ ব্যাপারে সারবিক সহযগিতা করছেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম) সহ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে ফাঁড়ি এলাকায় পুরো নজরদারীতে রেখেছেন। এরই ধারাবাহিকতায় রবিবার ২৬ মে সকালে নড়াইলের গুরুত্বপুর্ণ শপিংমল ও বিপনী বিতান গুলো পরিদর্শন করেন এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, বর্তমানে নড়াইলের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই সন্তোষজনক। সকলে মিলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে জনগণের সেবার মান আরও উন্নত হবে। যেহেতু মানুষের বিপদের সময়ের প্রধান আশ্রয়স্থল হলো পুলিশ সেহেতু পুলিশকে তার কাজের প্রতি আরও আন্তরিক হতে হবে। এছাড়াও মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করে যেতে হবে। আসন্ন ঈদুল ফিতরে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় যে কোন ধরণের সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই নির্মুলে প্রস্তুত রয়েছে পুলিশ। নড়াইলেরোজার শুরুতে জন গনের জানমালের নিরাপত্তা দিতে আরো জুড়ালো ভাবে প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে মোড়ে, বিপনীবিতান ও প্রতিটি অলিতে গলিতে মার্কেটের আশপাশে পুলিশ প্রতিনিয়ত অবস্থান করছে। চুরি, ছিনতাইকারী, পকেটমার, মলম পার্টি যারাই এগুলোর সাথে জড়িত আছে তাদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবেন না। রমজানে এই শহরে বিভিন্ন জেলা উপজেলা থেকে বহু লোকের আনাগুনা হয়, ঈদের কেনা কাটার জন্য এলাকা থেকে আশে। তারা যাতে করে নিরাপদে বাড়ী ঘড়ে ফিরতে পারে, তার জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ।