Daily Gazipur Online

নড়াইলের চিত্রা ও নবগঙ্গাকে বাচাতে কচুরিপানা অপসারণ অভিযান শুরু

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের চিত্রা ও নবগঙ্গাকে বাচাতে নদীতে কচুরিপানা অপসারণ অভিযান শুরু করলেন ডিসি ও এসপি! পানি প্রবাহ বহমান রাখতে নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদী থেকে কচুরিপানা অপসারণ অভিযান শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নড়াইলের বাঁধাঘাট এলাকায় এ অভিযানের উদ্বোধন করার কথা ছিল নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জার। কিন্তু তিনি বিশেষ কাজে নড়াইলের বাইরে থাকায় উদ্বোধন করেন এ কর্মসূচির সভাপতি নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার, নড়াইলের সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রমুখ। নড়াইল জেলা প্রশাসন, নড়াইল পৌরসভা, নড়াইল পানি উন্নয়ন বোর্ড ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচির আওতায় কচুরিপানা অপসারণ অভিযানকালে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত লোকজন সাহায্য করে। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘চিত্রা ও নবগঙ্গা নদী বাঁচাতে ও এর পানিপ্রবাহ বাধামুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার),নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, বলেন, ‘নড়াইল জেলার মধ্য দিয়ে প্রবাহিত চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কার করা হবে। এতে চিত্রা ও নবগঙ্গা নদীর স্রোতধারা ঠিক থাকবে। সেই সঙ্গে নদীর স্বাভাবিক চিত্র ফিরে আসবে।’