Daily Gazipur Online

নড়াইলের নবগঙ্গা নদীতে জাটকা ইলিশ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্ট পুড়িয়ে দিয়েছেন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নবগঙ্গা নদীতে জাটকা ইলিশ মাছ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়। তবে এ সময় জেলেদের আটক করা যায়নি।
নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের চান্দেরচর এলাকায় নবগঙ্গা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ মাছ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা ট্রলারযোগে দ্রুত পালিয়ে যায়।