Daily Gazipur Online

নড়াইলের নড়াগাতী থানার ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটারে অভিযোগ

উজ্জ্বল রায় : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চর মুপুর গ্রামের রাসেল মোল­া নামের এক যুকের বসত বাড়ির ভিতর হাইকোটের রায় অমান্য করে বসত বাড়ির ভিতর দিয়ে রাস্তা নির্মাণ। রাসেল মোল­া নামে এক যুবক ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে এ লিখিত অভিযোগ দায়ের তার বসত বাড়ি জাহানারা বেগম নামের এক নারীর বিরুদ্ধে। এদিকে স্থানীয় নড়াইলের কালিয়া উপজেলার থানার ওসির পরোক্ষ মদদে জাহানার বেগম এসব ঘটনা করছে রাসেল। ঘটনার পক্ষপাতিতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ওসির বিরুদ্ধে ঢাকা পুলিশ হেডকোয়াটার্সে এ লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী রাসেল মোল­া। জানান, গ্রামের দিনমুজুর আশরাফ মলি­ক তার স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে অন্যের বাড়িতে কোন রকম জীবন যাপন করতেন। এক পর্যায়ে ঐ গ্রামের মুরুব্বি লিয়াকত মোল­ার কাছে ঘর নির্মাণ করার জন্য জমি চেয়ে প্রায় প্রায়ই আকুতি মিনতি করতেন আশরাফ মলি­ক ও তার স্ত্রী জাহানারা বেগম। এর কিছু দিন পর আশরাফ মলি­ক মারা গেলে জাহানারা বেগম আরো অসহায় হয়ে যায়। পরে মানবিক দিক বিবেচনা করে মুরুব্বি লিয়াকত মোল­ার জমিতে জাহানারা বেগমকে অস্থায়ী ভাবে ঘর নির্মাণের অনুমতি দিলে সে ঘর উত্তোলন করে। ওই সময় জানাহারা বেগম প্রতিশ্র“তি দিয়েছিলেন যে তাদের স্বাভাবিক অবস্থা ফিরে এলে সেখান থেকে অন্যত্র চলে যাবেন। কয়েক বছর পর লিয়াকত মোল­া তার স্থাপনা সরিয়ে তার নিজ জায়গায় যেতে বলেন তখন জাহানারা বিভিন্ন তালবাহানা শুরু করে। জাহানারা বেগম লিয়াকত মোল­া পরিবারের সরলতার সুযোগ নিয়ে নানা কৌশল খুজতে থাকে। জাহানারা বেগমের ওই স্থাপনা সরিয়ে নেয়ার শর্তে লিয়াকত মোল­ার ছোট ছেলের ৫ কাঠা জমি তাকে দলিল করে দেয়। ওই জমি দলিল করে দেয়ার পরেও জাহানারা বেগম তার বসত ঘর সরিয়ে নিতেও নানা তালবাহনা করে আসছে। এ দিকে জাহানারা বেগম বস-বাড়ি না সরিয়ে উল্টো লিয়াকত মোল­ার বসত বাড়ির ভিতর দিয়ে জোড় প‚র্বক তার নিজস্ব চলাচলের রাস্তা বের করার পায়তারা করছে। এদিকে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় একটি কুচক্রী মহলের যোগসাজসে অবৈধভাবে লিয়াকত মোল­ার ছেলে সংবাদকর্মী রাসেলের বসত বাড়ির ভিতর দিয়ে জোর দখল নিয়ে রাস্তা বানানোর পায়তারা করছে। এমন কি সংবাদকর্মী রাসেলের পৈতৃক বসতি জমি দালাল প্রকৃতির লোকজনের সহায়তায় তার নিজ নামে রেকর্ড করে নেয়। এদিকে ফৌজদারি কার্যবিধি ১৬০/৯৪ মোতাবেক নোটিশ দেয় ১০/০২/২০১৯ তারিখে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী ১৫/০২/২০১৯ তারিখে নড়াগাতি থানার ওসির নির্দেশ অনুযায়ী একধিকবার সালিস দরবারে প্রমাণ হয় ওই জমি সংবাদকর্মী রাসেলের। এদিকে রাসেল মোল­ার বসত বাড়ির ভিতর দিয়ে জোড় প‚র্বক রাস্তা তৈরী করার জন্য জাহানারা বেগম উঠে পরে লেগেছে। রাস্তা তৈরীতে রাসেল বাধা দিলে ক্ষিপ্ত হয়ে জাহানারা বেগম নড়াগাতী থানার ওসি আলমগীর কবিরের কাছে সরাপন্ন হয়। পরে ওসি আলমগীর কবির রাসেলের বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন গালিগালাজসহ তার নামে মামলা দায়ের করবে বলে বিভিন্ন হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে। অপরদিকে জাহানারা বেগমের সাথে বসতবাড়ি দখলে জড়িত থাকার অভিযোগ তুলে রাসেল মোল­া গত ১২/০৯/২০১৯ ইং তারিখে বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টারে নড়াগাতী থানার থানার ওসি আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার স্বারক নং-১২৫২। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চর মুপুর গ্রামের রাসেল মোল­া।