Daily Gazipur Online

নড়াইলে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৯

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন এলাকায় দুই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীসহ মোট গ্রেফতার ৯ জন সদর ১ জন, নড়াইলের লোহাগড়া ৪ জন, নড়াইলের কালিয়া ২ জন ও নড়াইলের নড়াগাতী ২ জন গ্রেপ্তার করেছে পুলিশ। দু’জনকেই তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ স‚ত্রে জানা যায়, তাঁরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। গেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের সুড়িগাতি গ্রামের অমিত মজুমদার (৩৫)। তাঁর কাছ থেকে ২১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) জানান, নড়াইলের নড়াগাতী থানার ওসি মো. আলমগীর কবির তাঁকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। আরেকজন হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের রেজাউল খাঁ (৫১)। তাঁর কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন নড়াইলের লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমানউল­াহ বারী ও এসআই আবু বক্কর। ওই দুজনের বিরুদ্ধেই নিজ থানায় গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।