উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিষিদ্ধ পলিথিন বাজারজাত করায় হরিচাঁদ বিশ্বাস (৩৫) নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই ব্যবসায়ী মহাজনের মৃত নারদ বিশ্বাসের ছেলে। উলেখ্য, নড়াইলের লোহাগড়া থানার এসআই অভিযান চালিয়ে নড়াইলের সকালে লক্ষীপাশা বাজার এলাকা থেকে ৬ বস্তা (২৮০ কেজি) নিষিদ্ধ পলিথিনসহ হিন্দু হরিচাঁদ বিশ্বাসকে গ্রেফতার করে। ওই পলিথিনের দাম প্রায় ত্রিশ হাজার টাকা বলে পুলিশ জানায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র জানান, নিষিদ্ধ পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।