নড়াইলে ঝড়ে লন্ডভন্ড মাদরাসা, খোলা আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা

0
144
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদরাসা বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে ঝড়ে লন্ডভন্ড হয়েছে। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। অল্পো সময়ের ঝড়ে ওয়াল করা টিনশেডের চালা উড়ে গেছে। ইটের গাঁথুনি ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে ঘরের আসবাবপত্র, ফ্যান, ধর্মীয় বইসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
মাদরাসার ছাত্ররা জানায়, কিছু বুঝে ওঠার আগেই অল্প সময়ের মধ্যে ঘরের চালাসহ ইটের গাঁথুনি ভেঙ্গে পড়ে। দ্রæত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে তারা। এ সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়।
মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদরাসায় ছিলাম না। তবে খবর পেয়ে দ্রæত মাদরাসায় এসে দেখি টিনের চাল উড়ে প্রায় দেড়শ ফুট দুরে গিয়ে পড়েছে। মাদরাসায় ৩২ জন আবাসিক ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই খোলা আকাশের নিচে অনেক কষ্টে জীবনযাপন করছেন। এ ব্যাপারে এমপি মহোদয়, ডিসি স্যার ও পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছি। ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে হাফেজ, নুরানী ও জামাত বিভাগ রয়েছে।
নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, ক্ষতিগ্রস্থ মাদরাসা পরিদর্শন করেছি। আমার সাধ্যমতো সহযোগিতা করব।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ মাদরাসাটি পুনঃনির্মাণে সহযোগিতা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here