Daily Gazipur Online

নড়াইলে পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করায় গণপিটুনি

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করায় নড়াইলে একজনকে গণপিটুনি দিয়ে হাত ভেঙ্গে পুলিশে সোপর্দ
নড়াইলে তনু দত্ত (২৭) নামে একজনকে গণপিটুনি দিয়ে হাত ভেঙ্গে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকায় এঘটনা ঘটে। সে নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত ২৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডি টিডি তনু দত্ত পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় নড়াইলের উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। বিষয়টি পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্য ডাক্তার মোহাম্মদ মহি উদ্দিন বলেন. তনু দত্তের বাম হাত এক্সেরে করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে হাত ভেঙ্গেছে কিনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।