নড়াইলে পুলিশ কনস্টবল নিয়োগের ৭ লাখ ঘুষের টাকাসহ গ্রেফতার-১

0
207
728×90 Banner

উজ্জ্বল রায় (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) কে পুলিশের চাকুরির জন্য অভিনব কায়দায় ব্রাজিলের জার্সি মধ্যে ৭ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, প্রায় এক সপ্তাহ পূর্বে নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে আমার অফিসে। রাতে বাসায় যেয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সাথে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আটক করা হয়। এর মধ্যে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোট রয়েছে দুই লাখ এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। পুলিশ সুপার আরো জানান, ট্রেনি রিক্রুট কনস্টবল পদে নড়াইল যোগ্য ও মেধাবী নারী-পুরুষকে টাকা ছাড়া পুলিশ নিয়োগ দিতে জেলায় ব্যাপক প্রচারনা করা হচ্ছে। সাথে নিয়োগে ঘুষ ও প্রতারনা ঠেকাতে সর্বত্র মাইকিং করছে জেলা পুলিশ। আয়োজনে। জেলায় লিপলেট বিতরন ও এমন মাইকিং করতে দেখা যায়। জানা গেছে, আগামি ২৯জুন সকাল ৮টায় পুলিশ লাইন মাঠে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ দেয়া হবে। পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে ইচ্ছুকদের প্রয়োজনীয় কাগজ পত্রসহ যথাসময় উপস্থিত থাকতে বলা হয়েছে। এ নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। যাতে কোন প্রতারকের ফাঁদে কেউ পা না বাড়ায় এবং কোন ধরনের লেনদেন না করে। এজন্য জনসচেতনতা বাড়াতে জেলার ৪টি থানায় দুইটি করে ৮টি মাইকে প্রচারনা করছে। এসব মাইকে নড়াইল জেলা পুলিশের আয়োজনে লিপলেট বিতরন ও মাইকিং পাড়া মহল­ায় চলছে প্রচার প্রচারনা। শুধু ঘুষ বা প্রতারনা ঠেকানোই নয়। লিপলেট বিতরন ও মাইকিং করায় অনেক যোগ্য প্রার্থী নিয়োগের খবর পেয়ে অংশ নেয়ার সুযোগ পাবেন বলেও মনে করছেন স্থানীয়রা। নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলম, বলেন, এক দুই একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হত। ফলে প্রচারনার অভাবে অনেক যোগ্য ও মেধাবী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারত না। এ বছর মাইকিং করায় সমাজের প্রতিটি মানুষ জানতে পেয়েছে আগামি ২৯ জুন পুলিশে নিয়োগ পরীক্ষা রয়েছে। এ প্রচারনায় প্রতারক চক্র থেকে চাকুরী প্রত্যশীরা সাবধান হওয়ার সুযোগ পেয়েছে। নড়াইল জেলা পুলিশের এহেন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রতারকের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন। কোন রুপ টাকা ছাড়াই যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে জেলায় নারী ও পুরুষকে পুলিশে নিয়োগ দিতে ব্যাপক প্রচারনায় লিপলেট বিতরন ও মাইকিং করা হচ্ছে। কোনরুপ লেনদেন না করতে চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই যোগ্যতানুযায়ী চাকুরি হবে। কোন প্রকার দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে কেউ যদি কোনো পুলিশ সদস্যকে ঘুষ দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here