Daily Gazipur Online

নড়াইলে বিএনপি ৭টি ইউনিটের আহবায়ক কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখা কর্তৃক সাতটি ইউনিট কমিটির আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিররুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৮ মে) বিকালে এ তথ্য জানা গেছে।
নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিররুল ইসলাম মঙ্গলবার (১৮ মে) স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নড়াইল সদর উপজেলা বিএনপির মুস্তফিজুর রহমান আলেককে আহবায়ক, মো. মুজাহিদুর রহমান পলাশকে সদস্য সচিব, নড়াইল পৌর কমিটির আহŸায়ক মো আজিজুর রহমান, সদস্য সচিব মো. রেজাউল খবির। লোহাগড়া উপজেলা কমিটির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব মো. কাজী সুলতানুজ্জামান সেলিম ও মোহাম্মদ টিপু সুলতান। লোহাগড়া পৌর কমিটির আহবায়ক মোহম্মদ হোসেন মহত, যুগ্ম-আহবায়ক মোল্যা নজরুল ইসলাম। কালিয়া উপজেলা কমিটির আহŸায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স,ম ওয়াহিদুজ্জামান মিলু। কালিয়া পৌর কমিটির আহŸায়ক শেখ সেলিম হোসেন, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা। নড়াগাতি থানা কমিটির আহŸায়ক খান মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ডাক্তার বুলবুল আহমেদকে করা হয়েছে।
নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে করোনা সংকটকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বাসভবনে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এসব ইউনিটের আহবায়ক কমিটির কপি হস্তান্তর করা হয়েছে।

smart