উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটর সাইকেল দিয়ে জমি চাষ। গরু, মহিষ ও লাঙ্গল দিয়ে জমি চাষ করাই যেন চিরায়িত বাংলার এক স্বাভাবিক দৃশ্য। তবে বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় ট্রাক্টর নিয়েছে সে স্থান। কিন্তু এবার ট্রাক্টরকেও সরিয়ে দিয়ে সেই স্থানে মোটর সাইকেলের ব্যবহার দেখালেন নড়াইলের মোহাম্মদ বিলাল মোলা নামে এক যুবক। বিলালের বাড়ি নড়াইলের জেলার মাধবহাটি গ্রামে। ব্যবসার পাশাপাশি চাষাবাদ করেন বিলাল। স¤প্রতি মোটরসাইকেল দিয়ে জমি চাষের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের পেছনে লাঙ্গলসদৃশ এটি ফালযুক্ত করে তা দিয়ে জমিতে চাষ করছেন সেই যুবক। আর সেই ফালটি পেছন থেকে আরেকজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন। কয়েক দিন আগে স্থানীয় একজন ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন। বিলালের এমন বুদ্ধির প্রশংসা করেছেন অনেকে।