Daily Gazipur Online

নড়াইলে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের মিলন মেলাকে ম্লান করে দিয়েছে র‌্যাফল-ড্র নামের জুয়া

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ব্রাহ্মণডাঙ্গা শ্যামাসূন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী শতবর্ষ উৎসব শুরু হয়েছে। ‘নবীন-প্রবীণ মিলন মেলায়, চল ফিরে যাই ছোটবেলায়’ এই শ্লোগানকে ধারণ কনে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শতবর্ষপূতি অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিপ
পিপি এম বার ।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নলদী বাজার প্রদক্ষিণ হয়ে একইস্থানে গিয়ে শেষ হয়। এসময় নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওহাব মোল্যা, প্রধান শিক্ষক আক্কাস হোসেন, সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান, এ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরবা হোসেন বিশ্বাস,নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলদী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান জামান, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট তরিকুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, হিরো রহমান প্রমুখ। দুদিনব্যাপী শতবর্ষ উৎসবের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ক্রীড়া উৎসব, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, প্রবীণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সততা সংঘের সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে শতবর্ষী এ অনুষ্ঠানকে ঘিরে প্রবীন ও নবীন শিক্ষক ও শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। তবে অনুষ্ঠানে র‌্যাফল ড্র’র আয়োজন করায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। অনুষ্ঠানের মূল আকর্ষন র‌্যাফল ড্র’র দিকে চলে গেছে। ৫০ টাকা টিকিটের ভাগ্য পরীক্ষা নামের র‌্যাফল-ড্র টিকিট কেনা নিয়েই ব্যস্ত থাকছে অনুষ্ঠানে আগতরা। জুয়া সাদৃশ্য এই র‌্যাফল-ড্র সুন্দর এ মিলন মেলাকে অনেকটা ম্লান করে দিয়েছে। উল্লেখ্য যে, ১৯১৬ সালে নলদী ব্রাহ্মণডাঙ্গা শ্যামাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে পাশবর্তী ২০টি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।