Daily Gazipur Online

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ছাত্রদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার আহŸান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সহধর্মিনী, পুনাকের সভানেত্রী ও শিক্ষানুরাগী নাহিদা আক্তার চৌধুরী (সুমি), নড়াইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামান, জিয়াদ হাসান, টিএসআই পান্নু শেখ, সার্জেন্ট সমীর কৃষ্ণসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, স্কুল ছাত্রদের অপরিণত বয়সে মোটরসাইকেল চালানো যাবে না। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের অন্যতম বাহন বাইসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তকভাবে চলাচল করতে হবে। এ ব্যাপারে প্রতিটি ক্লাসে ছাত্রদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। পরে ছাত্রদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।