Daily Gazipur Online

নড়াইলে সংঘর্ষে নারী, শিশু ও প্রতিবন্ধীসহ আহত-১২

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, শিশু, প্রতিবন্ধীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় সাতটি বাড়ি ভাঙচুর হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লুখাই মোল্যা (৫৬) নামে একজনকে ঢাকায় রেফার করেছেন ডাক্তাররা। এলাকাবাসী স‚ত্রে জানা গেছে, নড়াইলের কোটাকোল ইউনিয়নের মাটিয়াঙ্গা গ্রামের মিলাদ শেখ সমর্থিত লোকজনদের সঙ্গে একই গ্রামের নান্নু শেখ সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মোমরেজ শেখের ছেলে আসলাম শেখ (১৯) প্রতিবেশী ছানছার শেখের মেয়ে মিম খানমকে (১২) তুচ্ছ ঘটনায় চড়-থাপ্পড় মারে। মিমের দাদি কুটি বিবি এর প্রতিবাদ করলে আসলাম তাকেও মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রাম দা, ঢাল-সড়কি, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিবন্ধী শিশু ইমন শেখ (৫), ছানছার মোল্যা (৩৮), লুখাই মোল্যা (৫৬), আমিরুল শেখ (১৮), রাসেল সরদার (২১), আজিবর মোল্যা, লতিফা বেগম (২৮), চম্পা বেগম (৪০), মুক্তা (৩১) এবং শিরিনা বেগম (২৬) আহত হন। গুরুতর আহত ছানছার মোল্যা, লুখাই মোল্যা, আমিরুল শেখ, রাসেল সরদারকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে লুখাই মোল্যার (৫৬) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শুক্রবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ডাক্তাররা। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে যায়। নড়াইলের লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস বলেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিবাদ মীমাংশার চেষ্টা করা হবে।