Daily Gazipur Online

নড়াইলে সম্প্রীতির বন্ধন স্থাপন করলেন: পুলিশ সুপার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দের অবসান ঘটিয়ে সম্প্রীতির বন্ধন স্থাপন করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। এটি নিয়ে নড়াইলে যোগদানের পর পুলিশ সুপার মোট ১৩৬টি দ্বন্দের অবসান ঘটিয়েছেন। জানা গেছে, আইন শৃংখলা ও বিরোধ নিরসন করে স¤প্রীতির বন্ধণ ঘটালেন নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। নড়াইলের লোহাগড়া থানাধীন আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদা গ্রামের নাইস খাঁ ও আলী খাঁ দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বের নিরসন হয় । এই সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আনজুমান আরা, জেলা প্রশাসক, নড়াইল, মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নড়াইলের লোহাগড়া থানা ওসি, লোহাগড়া থানা নির্বাহী কর্মকর্তা, নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, দাঙ্গা-হাঙ্গামা সামাজিক ব্যধি। এগুলো সমাজে শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করে। তাই সকলকে এগুলো পরিহার করা উচিৎ। বর্তমানে নড়াইলের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই সন্তোষজনক। সকলে মিলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে জনগণের সেবার মান আরও উন্নত হবে। যেহেতু মানুষের বিপদের সময়ের প্রধান আশ্রয়স্থল হলো পুলিশ সেহেতু পুলিশকে তার কাজের প্রতি আরও আন্তরিক হতে হবে। এছাড়াও ইয়াবা, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করে যেতে হবে।