Daily Gazipur Online

নড়াইলে ৫৭২টি মন্ডপে পূজা শান্তিপূর্ণ করতে পুলিশ মাঠে

উজ্জ্বল রায় : দুর্গাপূজাকে সামনে রেখে নড়াইলে মৃৎশিল্পীরা কর্মব্যস্ততা বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্তু প্রতিমা তৈরির ষেসে রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মন্ডপে দিনরাত চলছে শেষ মূহুতের প্রতিমার রং তুলির কাজ। ৩ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। প্রতিমা শিল্পী চিত্ত কুমার পাল জানান, তিনি এ বছর ১০ টি প্রতিমা তৈরি করছেন। বাব-দাদার এ পেশা ধরে রেখেছি, মজুরি তেমন পাওয়া না গেলেও, প্রতিমা তৈরিতে আলাদা আনন্দ পাই, তাই এ পেশা চালিয়ে যাচ্ছি। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু জানান, নড়াইল জেলায় এবছর ৫৭২টি প‚জামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নড়াইলে প্রতিবছরের মতো এবারও শান্তপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী নড়াইল জেলা পুলিশ সুপার। অপরদিকে নড়াইল জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন পি,পি, এম (বার) জানান, দুর্গাপূজা শুধু হিন্দু ধমের অংশ নয় ‘অশুভ শক্তির বিনাশ। এটা পুরো মানব জাতির কল্যাণের জন্য বলেন। ‘অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপ‚জা শুধু হিন্দু স¤প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিরাপদ রাখা। আমার প্রত্যাশা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এ কথা মাথায় রেখে আমাদের একসাথে দুর্গা উৎসব পালন করতে চবে। হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপ‚জা উপলক্ষে নড়াইল জেলায় হিন্দু ধর্মাবলম্বী সকল আন্তরিকতায়। আশা করি, প্রধান ধর্মীয় দুর্গো উৎসব বাঙালির হাজার বছরের স¤প্রদায়ের ঐতিহ্য ও সা¤প্রদায়িক স¤প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাপূজাকে সামনে রেখে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নড়াইল জেলায়: কোথাও থিম আলো, আবার কোথাও দুই স¤প্রদায়ের মানুষের মিলনমেলা। কোথাও সবুজ বাঁচানো ও জল সংরক্ষণের বার্তা, আবার কোথাও প্রতিমা নয়, নিজের মায়ের মধ্যেই দুর্গাকে দেখার আহŸান। এগরা শহরের পুজোয় এবারও বিভিন্ন ক্লাব নানা থিমের ডালি নিয়ে হাজির। শহরে ২৫টির বেশি ছোট-বড় পুজো হয়। প্রতিটি ক্লাবই পুজো উপলক্ষে নানা অনুষ্ঠান ও কর্মস‚চির আয়োজন করে। থাকে নয়নাভিরাম আলোকসজ্জাও। সরকারি নানা সচেতনতাম‚লক কর্মস‚চিও তুলে ধরা হয়। নড়াইল জেলায়‘ সর্বজনীন দুর্গোৎসব পুজো এবার থিমের নাম ‘প্রতিমা নয়, প্রতি মায়ের মধ্যেই আছেন দুর্গা’। বিষয়টা হল, আমরা মা দুর্গাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখি, একজন সাধারণ মেয়েকেও সেই দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। কারণ প্রত্যেক মেয়ের মধ্যেই নানা সামাজিক গুণ নিহিত রয়েছে। তাই দুর্গার মধ্যে দিয়ে একটি মেয়ের প্রতিরূপ ফুটিয়ে তোলা হবে। মÐপ,প্রতিমা ও নানা সচেতনতাম‚লক অনুষ্ঠানের মধ্যদিয়েই আমরা থিমটিকে ফুটিয়ে তুলছি। বাঁশ, কাপড়ের উপর স্পঞ্জ ও নানা হস্তশিল্পের কাজ থাকছে। সঙ্গে মানানসই প্রতিমা। নড়াইল জেলায়। এখানে হিন্দু ও মুসলিম দুই স¤প্রদায়ের মানুষজন মিলে দুর্গোৎসবের আয়োজন করেন। দুই স¤প্রদায়ের মানুষজন মিলে শতাধিক সদস্য রয়েছেন। চাঁদা তোলা থেকে শুরু করে সবকিছুই তাঁরা মিলেমিশে করেন। কমিটির। বাঁশ, কাপড়ের উপর থার্মোকল সহ অন্যান্য সামগ্রী দিয়ে নির্মিত হচ্ছে মÐপ। উজ্জ্বল আলোর বাতির শহর পুজোও বেশ ধুমধাম করেই হবে।